২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিভিল সার্জন থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসন সর্ব্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।
২৪ ঘন্টা/ আর এস পি..
Leave a Reply