মিরসরাইয়ে পৃথক অভিযান : ইউএস প্রবাসি ও মাছ ব্যাবসায়ীর জরিমানা

মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালত

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আমেরিকা থেকে আসা এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে মাছে ক্ষতিকর ও বিষাক্ত রং মিশানোর অপরাধে তিন মাছ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে গত ৫ দিন পূর্বে আসা এক আমেরিকান প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে আসায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উপজেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মিরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থানা মোট আট জনের মধ্যে দুই জনের মেয়াদ সম্পন্ন হয়েছে এবং তারা মিরসরাই বাসাবাড়ি ছেড়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। পলাতক রয়েছেন একজন।

অন্য আরো ছয় জন কোয়ারেন্টাইনের নির্দশনায় আছেন। তবে মেয়াদ সম্পন্ন হওয়ার একদিন আগেই এক ব্যাক্তি বিয়ের পিড়িতে বসেছেন। আর নির্দেশ না মানায় একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে মাছে বিষাক্ত রং ও ফরমালিন জাতিয় ক্ষতিকর পদার্থ মেশানোর অপরাধে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে।

এতে মো. সবুজ, মো. কাওছার ও আইন উদ্দিন নামে তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। তবে এই মূহুর্তে মাছ বাজারে মোবাইলকোর্ট পরিচালানা করায় সমালোচনা করছেন সচেতন মহল। কারন মাছ বাজারে মোবাইল কোট পরিচালনা করায় গণ জামায়েতের ঘটনা ঘটে।

এব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন মানুষের কাজ সমালোচনা করা। কাজ করলেও সমালোচনা করবে না করলেও সমালোচনা করবেন। কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে।

২৪ ঘন্টা/আশরাফ/আরএসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *