করোনায় মৃত্যুতে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৫ জনে।

একইসঙ্গে ইউরোপের দেশটিতে এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট আক্রন্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন।

এ হিসেবে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের কোভিড-১৯ রোগীর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ইতালি। করোনা ভাইরাসে বিপর্যস্ত এশিয়া দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ২৪৫ জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানায় ইতালি কর্তৃপক্ষ।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন, আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ জন। সংক্রমণ শুরুর পায় দুই মাস পর গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রবেশ করে প্রাণঘাতী করোনা। এরপর মাত্র একমাসের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *