ভারতের রাজধানী দিল্লির একটি চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহাড় জেলে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে বৃহস্পতিবার মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর মারা যান ওই মেধাবী শিক্ষার্থী।
Leave a Reply