করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের তাণ্ডব এখন সবচেয়ে বেশি চলছে ইউরোপের দেশ ইতালিতে।

চীনকে মৃত্যুপুরী বানিয়ে প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে মৃত্যুর মিছিল ছাড়িয়ে সর্ব্বোচ্চ মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ইতালি।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ ঝড়ে গেল। তাদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)।

যে পাঁচজন ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

ভাইরাসটির উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড গড়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। মৃত্যুর মিছিলে দেশটিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুই এখন রেকর্ড।

গেল ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

২৪ ঘন্টা/আরএসপি..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *