চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভয়ংকর প্রাণঘাতি সংঘর্ষ বন্ধ করুন:সুজন

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে ভয়ংকর প্রাণঘাতি সংঘর্ষ বন্ধ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ শুক্রবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উত্তর কাট্টলীস্থ তার নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক জরুরী সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

এ সময় জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অত্যাসন্ন। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন যতই সন্নিকটে আসছে ততই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্ধী প্রার্থীরা ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে প্রাণঘাতি ঘটনাও ঘটছে। যে সকল প্রার্থীরা এ ধরণের উত্তেজনাকর ঘটনার সাথে যুক্ত হয়ে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃংখলা বাহিনীর নিকট উদাত্ত আহবান জানান তিনি।

এছাড়া যে সকল প্রার্থীরা অতীতে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চাঁদাবাজ এবং দখলবাজের সাথে যুক্ত ছিলেন সে সকল প্রার্থীকে আগামী নির্বাচনে প্রত্যাখান করার জন্য নাগরিক সমাজের নিকট বিশেষ আবেদন জানান সুজন।

তিনি বলেন করোনাভাইরাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করে জনগনকে অহেতুক ভোগান্তিতে ফেলতে লিপ্ত রয়েছে একটি চক্র। যারা সরকারের অতি আপন হয়ে সরকারকে বিভিন্ন জায়গায় কোনঠাসা করতে ব্যস্ত। যে কোন দুর্যোগ কিংবা চাহিদাকে পুজি করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। ঠিক তেমনিভাবে হঠাৎ করে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করে জনগনকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে চায় চক্রটি। তাদের বিরুদ্ধে সাধারন জনগন সজাগ আছে বলে হুশিয়ারি উচ্চারন করে সুজন বলেন এক শ্রেণীর মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা জনগনের চাহিদা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরী করে জনগনের বিপুল সংখ্যক টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। দিনের পর দিন তাদের সম্পদের পাল্লা ভারী হলেও সাধারণ জনগন কিন্তু ঠিকই ভোগান্তিতে পড়ছে তাদের মনুষ্যত্বহীন আচরণের কারণে। তিনি কতিপয় ব্যবসায়ীদের এহেন অবিবেক সুলভ আচরন পরিহার করার আহবান জানান নচেৎ সাধারণ জনগণকে সাথে নিয়ে জনগনের অধিকার আদায়ে বিভিন্ন ব্যবসা কেন্দ্র ঘেরাও করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।

তিনি আরো বলেন, গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিদ্যুতের লোড শেডিং শুরু হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। জনগনের কাছ থেকে নিয়মিত বিদ্যুৎ বিল আদায় করে জনগনকে কাংখিত সেবা প্রদান না করাটা সাংবিধানিক অধিকার হরণ করার সামিল। প্রধানমন্ত্রী জনগনের নিকট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে নানামূখী প্রকল্প গ্রহণ করছে। এমনকি বিভিন্ন অনুন্নত এলাকায় সাগরের তলদেশ দিয়েও বিদ্যুৎ সরবরাহ প্রদান করছে বর্তমান সরকার। কিন্তু এতোসব কর্মকান্ডের পরেও সরকারের উন্নয়নের সুফল জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে অভিযাত্রা তাতে বাঁধা হয়ে দাড়াচ্ছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী আমলারা। এ ধারা অব্যাহত থাকলে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগন বঞ্চিত হবে। তাই অতিসত্বর এ সব ষড়যন্ত্রকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের উর্দ্ধতন মহলের নিকট সবিনয় অনুরোধ জানান সুজন।

এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর প্রার্থীদের নিকট আবেদন জানিয়ে তিনি বলেন করোনাভাইরাসকে অধিকতর গুরুত্ব দিয়ে যেন নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়। প্রচারণার সময় প্রার্থীর সমর্থকদের মাস্ক ব্যবহার, নিয়মিত জীবানুনাশক সাবান দিয়ে হাত পরিস্কার করন, হেক্সিসল অথবা হ্যান্ড স্যানিরটাইজার সাথে রাখা এবং প্রয়োজন ক্ষেত্রে হ্যান্ড গ্লাভসও পড়ার অনুরোধ জানান তিনি।

এছাড়া বিশাল আকারের জনসমাবেশকে এড়িয়ে ঘরোয়া আকারের সভা সমাবেশ করার উপর গুরুত্বারোপ করেন সুজন। তাছাড়া নগরবাসীকেও সচেতন থেকে নিয়মিত সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান এবং নিজ উদ্যোগে বাড়ীর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, নিজাম উদ্দিন, হাজী মোঃ হোসেন, মোরশেদ আলম, নুরুল কবির, মোঃ শাহজাহান, মোঃ ছালেহ জঙ্গী, শিশির কান্তি বল, শেখ মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, মোঃ বাবলু, সমীর মহাজন লিটন, জমির উদ্দিন মাসুদ, স্বরূপ দত্ত রাজু, মোঃ ওয়াসিম, মাহফুজ চৌধুরী, মাহাদী হাসান সনন প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *