চসিক নির্বাচনকে কেন্দ্র করে উত্তর কাট্টলীতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত যুবলীগ কর্মী তানভীর হত্যা মামলার ২ নম্বর আসামি নেছার উদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর মিডিয়া ম্যানেজার মাহমুদুল হাসান মামুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এর আগে বুধবার রাতে যুবলীগ নেতা তানভীর হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নিহত তানভীরের ভাই তৌফিক জহির বাদি হয়ে পাহাড়তলী থানায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বভার দেয়া হয় থানার উপ-পরিদর্শক পলাশ চন্দ্র ঘোষকে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ পাহাড়তলী থানার লোহারপুল এলাকায় বর্তমান কাউন্সিলর ও চসিক নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর বাড়ির সামনে আনোয়ার জহির তানভিরকে কুপিয়ে হত্যা করা হয়। তানভীর মোরশেদ আকতারের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিল।
Leave a Reply