ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ যাবতকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে।

প্রায় ৭৯ দিনে প্রাণঘাতী এই ভাইরাস এখন বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে।

ইতালির প্রদেশ লুম্বারদিয়ায় মৃতের শতকরা হার ৬৭ ভাগ। দেশটিতে নারীদের তুলনায় বেশি মারা যাচ্ছেন পুরুষরা। পুরুষ ও নারীদের মৃতের শতকরা হার পুরুষ ৬২ ভাগ ও নারী ৩৮ ভাগ।
ইতালিতে ৪০ বছরের নীচে মারা গেছেন মাত্র ২ জনের মৃত্যু।

বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৮০২ এবং মারা গেছেন ১০ হাজার ৫৪০ জন।

শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ এবং মারা গেছেন তিন হাজার ২৪৮ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *