চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, লালমনিরহাটে যুবক আটক

.jpg

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় লালমনিরহাটে মোসলেম উদ্দিন (২৩) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটক মোসলেম উদ্দিন হাতীবান্ধা উপজেলারর খোদ্দ বিছনদৈ গ্রামের মনির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার লালমনিরহাটের বুড়িমারী রেললাইনের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকা থেকে তাকে আটক করে জিআরপি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।

জিআরপি পুলিশ জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ৪৫৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশন এলাকার ২২ নম্বর গেট অতিক্রমের সময় ট্রেনের চালককে পাথর ছুড়েন মোসলেম উদ্দিন। এসময় ওই রেল গেটের গেটম্যান বিনয় চন্দ্র রেল নিরাপত্তা বাহিনীর সহায়তায় মোসলেমকে আটক করে জিআরপি থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) রবিউল ইসলাম বাদী হয়ে ওই যুবকের নামে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *