২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেছে চট্টগ্রামের উঠতি মডেল মানজুমা পারভীন মুনা। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নিজ বাসভবনে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে মুনা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গতকাল ২০ মার্চ শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহত মডেল মুনার পিতা অ্যডভোকেট সালেহ আহম্মদ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এস আই সঞ্জয় পাল উঠতি মডেল মুনার লাশ নিজ বাসা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। আকস্মিক এই আত্মহত্যার রহস্য উন্মোচনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
নিহত মানজুমা পারভীন মুনা গত ২০১৮ সালে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে দ্বিতীয়বারের মতো আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা মিস হ্যামার স্ট্রেংথ খেতাব অর্জন করেছিল। প্রতিযোগিতায় বিচারক ও চলচিত্র অভিনেতা ফেরদৌস আহাম্মেদের সাথেও ক্যাটওয়ার্ক করেন এ মডেল।
২৪ ঘন্টা/আরএসপি
Leave a Reply