২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জাওয়াত আল মারুফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুরে বোয়ালখালী পৌরসভার পূর্ব গােমদন্ডী ডিলার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারুফ ওই এলাকার আবদুর করিমের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মারুফ নামের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
মারুফ হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি
Leave a Reply