রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি : রাউজানের উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ শফিউল আলমের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ১০/১২ জনের ডাকাতদল দ্বিতল বাড়ির নিচতলার সিঁড়ি কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে শেখ জহিরুল ইসলামের পরিবারের সদস্যদের জিম্মি করে করে নগদ পঞ্চান্ন হাজার টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচটি মোবাইল লুট করেন।
ডাকাতদের হামলায় সাবেক চেয়ারম্যানে ভাই শেখ জহিরুল ইসলামের পুত্র এপেক্সিয়ান শেখ আকতারুজ্জামান পারভেজকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন।
নিচতলায় ডাকাতি সম্পন্ন করে বাড়িটির দ্বিতীয় তলায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত শেখ শফিউল ইসলামের পরিবারের ওপর হামলা চালায়।
সাবেক ইউপি চেয়ারম্যান মৃত শেখ শফিউল ইসলামের ছেলে শেখ নাহিদুল ইসলাম বলেন, নিচতলায় ডাকাতি সম্পন্ন করে ডাকাতদল উপরের তলায় উঠে আমার ও আমার দুই ভাই শেখ শহিদুল ইসলাম ও শেখ ফরহাদুল ইসলামের কক্ষে ঢুকে আমাদের বেঁধে কক্ষে লুটপাট শুরু করে। এ সময় আমাদের ব্যবসার নগদ দুই লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও পরিবারের সদস্যদের ব্যবহৃত ৪টি মোবাইল সেট নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ডাকাতির সংবাদ পেয়ে রাতে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন রেজা ঘটনাস্থলে ছুটে যান।
শনিবার বেলা একটার দিকে ঘটনাস্থলে ছুটে যান রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কেপায়েত উল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, সংগঠক মহিউদ্দিন ইমন।
এ সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কেপায়েত উল্লাহ বলেন, ডাকাতির ঘটনায় আমরা ভোর পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়েছি।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ মহসিন রেজা বলেন, ঘটনা সংবাদ পেয়ে রাউজান থানার ওসি কেপায়াত উল্লাহসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত কবলিত পরিবারের সদস্যরা মামলার করতে থানায় আছে। মামলা রুজুর পর ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাব।
Leave a Reply