২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
আজ ২১ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার সময় দুর্ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন নিহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লোহাগাড়া চুনতী অভিমুখী একটি যাত্রীবাহি হিউম্যান হলার চুনতী জাঙ্গালিয়া ফরেষ্ট অফিসের সামনে এলে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের চালকসহ অন্তত ১০ জন পুরুষের মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন জানিয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আরো ৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ওসি। তিনিও তাৎক্ষণিকভাবে হতাহত কারো নাম-পরিচয় জানাতে পারেনি।
Leave a Reply