২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গাছ কাটার সময় শরীরের উপর গাছের ডাল পড়ে মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ রবিবার (২২ মার্চ) দুপুর দেড়টার সময় উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন বাড়বকুণ্ড এলাকার নতুন পাড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র।
জানা যায়, হারুন দুপুরে কুমিরা এলাকায় ক্রয়কৃত গাছ কাটার সময় একটি বড় ঢাল তার শরীরের উপর পড়ে, এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাড়বকুণ্ড ইউনিয়ের চেয়ারম্যান মো. সাদাকাত উল্লাহ মিয়াজী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত হারুন গাছের ব্যবসা করেন। কুমিরা এলাকায় সে গাছ কিনে সেটি কাটার সময় তার গায়ে পড়ে আহত হয়। মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আহতাবস্থায় হারুন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি
Leave a Reply