২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী-মুরাদপুর সড়কের নতুনপাড়া বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি বায়েজিদ থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে।
আজ ২২ মার্চ রবিবার দুপুর ২টার সময় পুলিশ ওই মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষনিক লাশের পরিচয় জানাতে না পারলেও পুলিশ লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পায়নি জানিয়ে নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে এবং পরনে গেঞ্জি ও কালো প্যান্ট ছিলো বলে জানায়।
মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।
তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর কারণ। তাছাড়া পুলিশ নিহত যুবকের স্বজনদের খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
Leave a Reply