২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রের খবরে আজ ২২ মার্চ রবিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মাদক কারবারির নাম মোঃ সাইফুল ইসলাম (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ধর্মপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মোঃ খালেদ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ খালেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা জানিয়ে গ্রেফতার ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
২৪ ঘন্টা/ সঞ্জয়/ আর এস পি
Leave a Reply