করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পরিস্কার পরিচ্ছন্ন থাকুন

করোনা ভাইরাস

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান উত্তরসর্তা দরগাহ বাজারের ব্যবসায়ীদের পরিস্কার পরিচ্ছন্ন ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন হলদিয়া ইউপিরর ৩নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন সিকদার ও বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী মুহাম্মদ জামাল উদ্দিন কোম্পানী।

রবিবার প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী সহ সকল ক্রেতা সাধারনকে তারাঁ বিভিন্ন বিষয়ে অবহিত করে বলেন বিশেষ করে খাবারের দোকানে কাষ্টামারের চাহীদা চেয়ে যেন বেশি জিনিষ সিংগারা, চমুচা,পিয়াজু, রুটি, পরেটা, হালুয়া মিষ্টি না-দেন।

কারন অনেকে সিঙ্গারা খান একটি, চিপে দেখেন প্লেটের সব নাস্তা, এতে করে একজনের হাতের জীবানু আরেক জনের কাছে গিয়ে আক্রমন করতে পারে। সেজন্য সকলকে সচেতন হতে হবে।

বাজারের গরু ব্যবসায়ীদের সতর্ক করে নেতৃবৃন্দরা বলেন আপনাদের গরুর মুলমুত্র ও গোবর সড়কে যেন পথচারীদের চলতে প্রতিবন্ধকতা কিংবা গন্ধ সৃষ্টি নাকরে সেটি খেয়াল রাখতে হবে।

মেম্বার নাসির বলেন আইন যারা মানবেনা তাদের বিরুদ্বে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন আমি স্থানিয় জন প্রতিনিধি হিসাবে তখন আমার করার কিছু থাকবেনা।

তাই আগে ভাগে আমি নিজে এসে বলে গেলাম নিজে সচেতন হবেন এবং অপর জনকে সচেতন করবেন। এসময় বাজারের ব্যবসায়ী ডাক্তার ফরিদ,মাষ্টার তৌফিক,শাহাবু সওদাগর সহ অনেকে সাথে ছিলেন।

২৪ ঘন্টা/ নুর মোহাম্মদ রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *