করোনা ভাইরাস রোধে এবং করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।
আজ রবিবার (২০ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আমরা করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। প্রশাসন, সাংবাদিক, সাধারণ মানুষের মাঝে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।’
তিনি আরো বলেন, ‘আজ থেকে পর্যায়ক্রমে আমাদের জেলা ইউনিটের অন্তর্গত বিভিন্ন ইউনিটে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এ কার্যক্রম অব্যাহত রাখবো।’
এ সময় সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, জেলা ছাত্রলীগ নেতা নঈমুদ্দিন মাহফুজ, মোঃ এমরান, মোরশেদ আলম অভি, মোঃ মাইনুদ্দিন, আজিজ তুহিন,অজয় মহাজন,সৈকত দাশ, রাশেদুল ইসলাম, উত্তম বিশ্বাস, শাহেদুল ইসলাম, গাজী আমিন, মোঃ সাহাবুদ্দিন, সাজ্জাদ হোসেন, মোঃ রায়হান, আবরার ফাহিম, মানিক, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply