করোনা: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬

প্রাণঘাতি করোনা ভাইরাসে (কভিড-১৯) বিপর্যস্ত ইতালি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৫১ জন। এ নিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জন।

রোববার (২২ মার্চ) নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৩৮ জন। দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

গত শনিবার (২১ মার্চ) দেশটিতে ৭৯৩ জনের প্রাণহানির হয়েছে। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এমনকি সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

এদিকে গত দুইদিনে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ খান (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

প্রায় এক সপ্তাহ আগে তিনি জ্বর,কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ইতালির মোনফালকোনা শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী।

আর গত শুক্রবার (২০ মার্চ) রাতে ইতালির মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান। সর্দি-কাশি, ঠান্ডাজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

করোনাভাইরাস এখন ইতালি বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। একই সপ্তাহে দুই বাংলাদেশির মৃত্যুতে ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *