ফটিকছড়ি প্রতিনিধি : গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত নোভেল করোনা ভাইরাস শনাক্তকরণ কিট তৈরিতে ৫লক্ষ টাকা ও চিকিৎসকদের মেডিকেল সরাঞ্জামের জন্য ১লক্ষ টাকার অর্থ সহায়তা দিয়েছেন- ফটিকছড়ির পর্তূগাল প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী।
তার পক্ষ থেকে ঢাকার একটি সেচ্ছাসেবী সংস্থা গতকাল রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরউল্লাহ’র হাতে ৫লক্ষ টাকার চেক তুলে দেন।
এছাড়া ঢাকার হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য ১লক্ষ টাকার মাস্ক,পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার সহ মেডিকেল সরাঞ্জাম দেওয়া হয়।
ইফতেখার উদ্দিন চৌধুরী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের ছোট ভাই। তার পিতা মরহুম কামাল উদ্দিন চৌধুরী ছিলেন-আওয়ামীলীগের দুঃসময়ের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক। প্রচার বিমূখ ব্যবসায়ী ইফতেখার উদ্দিন স্বপরিবারে থাকেন পর্তূগালে।
তিনি এর আগেও দেশের দূর্যোগপূর্ণ সময়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
Leave a Reply