২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ অনির্দিষ্টিকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিট্রা) মো. রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনা মোকাবেলায় সারাদেশে যাত্রবাহী লঞ্চ চলাচল অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে সব লঞ্চ এই মুহূর্তে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে রওনা হয়েছে সেগুলো এই নির্দেশনার বাইরে থাকবে বলে জানান তিনি।
এদিকে সোমবার (২৪ মার্চ) সকালে ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন সীমিত আকারে চলবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
এর আগে গতকাল রোববার (২২ মার্চ) দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
দুপুরে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়ে বলা হয় আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে। রোববার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ ঘন্টা/আর এস পি
Leave a Reply