পুরো ভারত আগামী ২১ দিন লকডাউন-মোদি

লকডাউন ভারত

২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : এবার পুরো ভারত আগামী ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় আজ রাত ১২টা থেকে তা কার্যকর হচ্ছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দ্যেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, আজ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ ভাবে লকডাউন জারি হতে চলেছে। গত দু’দিনে দেশের অনেক রাজ্য লকডাউন করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলির এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে।

নরেন্দ মোদি বলেন, এটা না করলে আগামী ২১ বছর পিছিয়ে যাবে দেশ। আপনাদের কাছে অনুরোধ, এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।

দেশের যা পরিস্থিতি, তাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে মোদি বলেন, দেশের প্রতিটি রাজ্য, জেলায় এই নির্দেশ কার্যকর হবে।

তিনি বলেন, এমন দায়িত্বহীনতা চলতে থাকলে, ভারতকে এর চরম মূল্য চোকাতে হবে। মোদি বলেন, করোনার থেকে বাঁচার আর কোনও উপায় নেই। কী ক্ষতি হবে তা অনুমানও করতে পারবেন না। কিছু মানুষের ভুল সিদ্ধান্তের ফলে‌ বহু মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে।

চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার ছোবলে বিশ্বে ১৬ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।

২৪ ঘন্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *