সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মহসীন কাজী

সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেত পরিশোধের দাবী মহসীন কাজীর

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক রিপোর্ট : চরম ঝুঁকি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে মাঠ পর্যায়ে দায়ত্ব পালন করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।

তাছাড়া সাংবাদিকদের পরিবার-স্বজনদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে যাতে কোন সংকটে না পড়ে তার জন্য তিনি সাংবাদিকদের চলতি মাসের আগাম বেতন পরিশোধের জন্যও কর্তৃপক্ষের কাছে দাবি রেখেছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মহসীন কাজী।

বিবৃতিতে তিনি বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাংবাদিকরা অরক্ষিত অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করে চললেও মিডিয়া কর্তৃপক্ষ কাউকে সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের সুরক্ষার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, যেসব মিডিয়ায় সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের বকেয়া আজকের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে চলতি মাসের বেতনও আগাম পরিশোধের দাবি জানাচ্ছি।

সাংবাদিক নেতা মহসীন কাজী তার বিবৃতিতে উল্লেখ করেছেন, যারা চলমান দুর্যোগের খবর জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরে সতর্ক করছেন তাদের সুরক্ষা ও বেতন-ভাতা পরিশোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খোঁজখবর নেয়ার দায়িত্ব থাকলেও এ বিষয়ে কারও নজরদারি আছে বলে মনে হয় না। আশা করছি এ বিষয়ে সংশ্লিষ্টরাও দায়িত্বপালন করবেন।

২৪ ঘন্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *