হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

.jpg

পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ পটিয়ার যু্লীগ নেতা জমির উদ্দিনকে আটক করেছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে আটক করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।

স্থানীয় সুত্রে জানাগেছে, জমির আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তার বিরুদ্ধে আগেও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

এক সময় তিনি পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেইসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিল। এতে এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *