মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালিতে, একদিনেই ৭১২, মোট মৃত্যু ৮২১৫

ইতালিতে

২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসের আঘাতে ইতালিতে ক্রান্তিলগ্ন চলছে। প্রতিদিন মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাড়ছে সবার মনে আতঙ্ক। রোগীদের ভিড় সামলাতে রীতিমত হিমশিম অবস্থা ইতালির হাসপাতাল গুলোতে। যেন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ইতালিতে নতুন করে ৭১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৫শ ৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ হাজার ৩৬১ জন। চিকিৎসাধীন ৬২হাজার ১৩ জন। এর গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

এদিকে সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন ২৩ হাজার ৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ৪২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২২ হাজার ২২৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। ভারতসহ বিভিন্ন দেশে চলছে লকডাউন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু লকডাউন দিয়ে ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

২৪ ঘন্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *