দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আগামী ২১ অক্টোবর সোমবার বাদে যোহর হতে দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে ১০ অক্টোবর আমিরাবাদ পদুয়া রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তরিকত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সহ-অধ্যাপক ইউছুপ বিন নুরী, বায়তুস শরফ আর্দশ কামিল মাদ্রাসার উপ-অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, শাকপুরা আলীয়া মাদ্রাসার সিনিয়ার শিক্ষক মাওলানা আব্দুল জলিল, বাঁশখালী হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আহমদ নজির, পালোগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আহামদ আনছারী, মাওলানা মুহাম্মাদ মহসিন মাতার বাড়ি, মাওলানা মীর মুহাম্মাদ মহসিন।
২০১৮ সালের আয়-ব্যয় ও ২০১৯ সালের বাজেট উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল আহামদ হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাফ্ফার আহামদ মনির, শাহজাদা মাওলানা মউনউদ্দিন মজিদি, নুরুল আলম হেলালী।
উল্লেখ্য আগামী ২১ অক্টোবর ২০১৯ ইং আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪২তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে রোজ সোমবার বাদে আছর হতে সারারাত ব্যাপি তরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। আর তা সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি করা হয়েছে।
Leave a Reply