২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা মারা গেছে।
আজ শনিবার (২৮মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮ নং ওয়ার্ডে জেলেপাড়ায় এঘটনা ঘটে। নিহত তিথি দাস একই এলাকার কৃষ্ণ জলদাসের কন্যা।
জানা যায়, শনিবার সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক
( চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিথি মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাক চালক মো. নিজামেকে গাড়িসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি
Leave a Reply