২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১০ দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর মরণঘাতী এ ভাইরাসের সংক্রমন থেকে প্রতিকারের লক্ষ্যে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে চট্টগ্রাম নগর জুড়ে মাঠে আছে সিএমপির সদস্যরা।
শুধু ঘরে থাকা নয় এসব গৃহবন্দি মানুষদের প্রাত্যহিক চাহিদার অন্যতম খাদ্য, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সকল সেবা দিতেও প্রস্তুত চট্টগ্রামের পুলিশ প্রশাসন।
ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চালু করেছে ‘হোম সার্ভিস’ সেবা। যারা সরকারি বিধিনিষেধ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকছেন সিএমপির ১৬টি থানার পক্ষ থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী চাল, ডাল, তেল, চিনি ও ওষুধ ইত্যাদি বাসায় পৌঁছে দিচ্ছে পুলিশ। এসব কাজের সরাসরি তদারকি করছেন প্রতিটি জোনের উপ-পুলিশ কমিশনাররা।
নিচে দেওয়া ১৬ থানার নাম্বারে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসাররা ফোন রিসিভ করে গৃহবন্দি মানুষদের অর্ডার নেবেন। খুব কম সময়ের মধ্যে পুলিশ সদস্যরা নাগরিকের প্রেরিত ঠিকানায় তাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
জরুরি প্রয়োজনে নাগরিকরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা-০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা-০১৭৬৯৬৯৫৬৬৬, চান্দগাঁও থানা-০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা-০১৭৬৯৬৯৫৬৭০, ডবলমুরিং থানা-০১৭৬৯৬৯৫৬৭১, হালিশহর থানা- ০১৭৬৯৬৯৫৬৭৩, পাহাড়তলী থানা-০১৭৬৯৬৯৫৬৭২, আকবরশাহ থানা-০১৭৬৯৬৯৫৬৭, বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, পতেঙ্গা থানা-০১৭৬৯০৫৮১৫০, কর্ণফুলী থানা-০১৭৬৯০৫৮১৫১, কোতোয়ালি থানা- ০১৭৬৯৬৯৫৬৬৫, বাকলিয়া থানা-০১৭৬৯৬৯৫৬৬৭, চকবাজার থানা-০১৭৬৯৬৯৫৬৭৯ ও সদরঘাট থানার ০১৭৬৯৬৯৫৬৮০ নাম্বার গুলোতে যোগাযোগ করে হোম সার্ভিস পাবেন।
সিএমপি উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনায় সরকারিভাবে ১০ দিনের সাধারণ ছুটিতে গৃহবন্দি নগরবাসী। করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে নানা কৌশল গ্রহণ করছি। চালু করেছি ‘স্টে হোম’ কার্যক্রম।
নগরীর ১৬টি থানায় যারা ঘর থেকে বের হচ্ছেন না, তাদের চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। এক্ষেত্রে সেবাগ্রহীতাকে পণ্যের নিয়মিত মূল্য পরিশোধ করতে হবে।
এদিকে নগরীর বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নিজস্ব উদ্দ্যেগে এলাকার গরীব অসহায় দুস্থ খেটে খাওয়া দিনমজুরের পরিবারে খাদ্যদ্রব্য ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
ডোর টু ডোর শপ : অন্যদিকে গৃহবন্দি মানুষকে প্রয়োজনীয় সেবা প্রদানে ভিন্ন এক কৌশল অবলম্বন করে রীতিমতো আলোচনায় সিএমপি। গৃহবন্দি মানুষদের সুবিধার্থে সিএমপি শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ডোর টু ডোর শপ।
নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন চৌধুরী শনিবার সকাল থেকে হ্যান্ড মাইকে নিজেদের নতুন উদ্যোগের প্রচার করছিলেন।
করোনার সংক্রমণ ঠেকাতে হ্যান্ড মাইকে মানুষকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়ে ওসি মহসীন বলেন, গৃহবন্দি মানুষের কথা মাথায় নিয়ে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা ব্যাতিক্রমী এ উদ্দ্যেগ নিয়েছি। নগরীর ১৬ থানার বিভিন্ন পাড়া মহল্লায় আপনাদের ঘরের সামনেই যাবে পুলিশের ভ্রাম্যমান দোকান ডোর টু ডোর শপ।
তিনি বলেন, সিএমপির ০১৪০০০৪০০৪০০ এই নাম্বারে কল করলে ডোর টু ডোর শপ এর সেবা পাওয়া যাবে। নির্দ্দিষ্ট বাজার দরেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হবে এ শপে। তাছাড়া জরুরি চিকিৎসা সেবা পেতেও সিএমপির গাড়ি ব্যবহার করতে পারবেন সম্মানিত নাগরিকরা।
২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স..
Leave a Reply