২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজারে একজন মাত্র করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও বন্দর নগরী চট্টগ্রামে এখনো কারো শরীরে মরণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায়ও আনা হয়নি কাউকে।
জানা যায়, ঢাকায় আইইডিসিআরের বাইরে একমাত্র বন্দর নগরী চট্টগ্রামেই প্রাণঘাতী এ ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালেই চলছে এ নমুনা পরীক্ষা।
বিআইটিআইডি পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী জানিয়েছেন চট্টগ্রামে গত তিন দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। ১৫ জনেরই রক্তের নমুনার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এদিকে বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় কাউকে আনা হয়নি। হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যাও কমে এসেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ছিলো ৯৫৮ জন। শনিবার (২৭ মার্চ) হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার ১৪ দিনের সময়সীমা শেষ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়া মোট ২৬ জনের মধ্যে কেউ করোনায় আক্রান্ত নয় জানিয়ে জেলা সিভিল সার্জন বলেন, বর্তমানে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত এবং হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই সুস্থ আছে বলে তিনি জানান।
২৪ ঘন্টা/রাজীব প্রিন্স
Leave a Reply