জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো নগর যুবদলের উদ্যোগে মরণব্যাধি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরণ এবং অসহায় খেটে খাওয়া ৫০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দ্বীপ্তি বলেন, নিম্ন আয়ের খেটে খাওয়া দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। দেশের এ অচলাবস্থায় ধন কুবেরদের এগিয়ে আসার কথা থাকলেও তারা তা করেনি।
তিনি বলেন, আমি চাই দেশের এ ক্রান্তিলগ্নে গরীব মানুষরা যেনো কিছুটা ভালো থাকে। তাদের শুধু হ্যান্ড স্যানিটাইজার আর সাবান বিতরণ করলেই হবেনা। আসুন তাদের বাঁচিয়ে রাখতে তাদের হাতে দু বেলার খাবারও তুলে দেই। তবেই বাঁচবে দেশ,বাঁচবে দেশের অর্থনীতি।
দ্বীপ্তি জনসাধারণকে করোনা মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।
এসময় যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply