রাউজান প্রতিনিধি : রাউজানের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ‘সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর ব্যবস্থাপনায় রাউজানের বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের সহযোগিতায় প্রথম ধাপে ৭ হাজার অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করেছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ।
রবিবার (২৯ মার্চ) তিনি নিজ হাতে শতাধিক দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে নেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচীর শুভ সূচনা করেন।
আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র রাউজানে ফারাজ করিম চৌধুরী,স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের (ইসি) কমিটির চেয়ারম্যান এস এ এম হোসাইন এবং রাউজান উপজেলা প্রশাসনের দিক-নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে।
এরপূর্বে তিনি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন। পরে রাউজানের বেশ কয়েকটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌর প্যানেল মেয়র ২ জমির উদ্দিন পারভেজসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply