অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস আক্রান্তের ফলে বেকার হয়ে পড়া অসহায় দিনমজুর মানুষদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার। লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের খাবার বিতরণ করছেন পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান।
রবিবার ও সোমবার দুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবারের বস্তা ও মাস্ক পৌঁছে দিচ্ছেন তিনি।
পুলিশ সুপার জানান, নবেল করোনা ভাইরাস রোধে সারাদেশে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এসময় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।এতে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহায়তা দিতে এ আয়োজন। এসময় সকলকে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী চলে যাওয়ার অনুরোধ করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার ডক্টর এএইচ এম কামরুজ্জামান লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে একদিকে যেমন আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে তেমনি গরীব অসহায় মানুষের পাশে নিঃসংকোচে দাঁড়িয়েছেন। এতে করে তিনি বঞ্চিত অসহায় মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
Leave a Reply