২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভাড়া বাসা থেকে দেড় বছর বয়সী শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্বগোমদণ্ডী হাজিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, শারমিন আক্তার (২৭) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শারমিন আক্তার উপজেলার পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মো. সেলিমের ২য় স্ত্রী। তারা হাজিরহাট এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দীন ফারুকী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। শারমিনের স্বামী সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মা ও মেয়েকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। তবে পুলিশ এখন এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হতে পারেনি।
২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি
Leave a Reply