ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আরফা বেগম(৫৫)। সে লোহাগড়ার আমিরাবাদের আবুল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরফা বেগম করোনা আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান বিআইটিআইডি এর পরিচালক আবুল হাসান।

জানা যায়, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে এ নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়। রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

পরিচালক আবুল হাসান বলেন, মৃত ব্যক্তি  করোনা আক্রান্ত কিনা তার নমুনা সংগ্রহ করে টেষ্টে দিয়েছেন। রেজাল্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে উক্ত নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *