বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এসে পড়েছে বাংলাদেশেও। দেশে আজ পর্যন্ত দেশে এ ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫৪ জন। ভাইরাসটির কারনে দেশে সাধারণ ছুটি চলছে। এঅবস্থায় অসহায় হয়ে পরেছে দেশের সাধারণ নিরীহ জনগণ। বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে গিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছে। ঠিক তেমনি ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চট্টগ্রাম কোভিড ১৯ ক্রাইসিস রিলিফ’ বাঁশখালীর হত দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
গ্রুপটির অন্যতম উদ্যোক্তা মেধাবী তরুণ ইশমাম উদ্দিন আহমেদ বলেন, প্রথমে উদ্দেশ্য ছিল পরিচিত কিংবা কাছের আত্মীয়স্বজনদের সহায়তায় ফান্ড তৈরি করে করোনায় কর্মহীন অসহায়দের পাশে থাকা। কিন্তু ধীরে ধীরে আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় মানুষের ভালোবাসা। পরিচিতের বাইরেও অনেক অচেনা মুখও আমাদের কার্যক্রমে সহায়তার হাত বাড়ান। সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা ২৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ’।
বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও বরুমছড়া এলাকায় ৩১ মার্চে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। ইতোপূর্বে তাদের উদ্যোগে আনোয়ারা, পতেঙ্গা, স্টেশন রোড, রাউজান, বহদ্দারহাট ও আতুরার ডিপো এলাকায় সর্বমোট ২৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ।
উক্ত কার্যক্রমে আরও ওতপ্রোতভাবে জড়িত থাকা তরুণরা হলেন, নওশাদ, ফাহিম, তানভীর, রাকিব, ইকরাম, সাফাত, শাওন, নাদির প্রমুখ।
বিএম/এম আর/এন এম আর
Leave a Reply