লক্ষ্মীপুরে আইসোলেশনে যুবক, করোনা সন্দেহে আতঙ্ক!

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে করোনা সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়ে। এরই মধ্যে ভর্তি হওয়া এক যুবক আইসোলেশন রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে লক্ষ্মীপুর সদর হাসপাতা‌লে গতকাল মঙ্গলবার এক যুবক ভর্তি হলে করোনা সন্দেহে তা‌কে সদর হাসপাত‌া‌লের আইসোলেশন ইউনিটে রাখা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার।

তি‌নি জানান, লক্ষ্মীপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই রোগীকে গতকাল মঙ্গলবার আইসোলেশনে রাখা হয়। দু’জনের মধ্যে একজনকে সদর হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আরেকজনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। দুজনের মধ্যে একজন নারী ও আরেকজন যুবক। এ ছাড়া কয়েকদিন আগে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ বুধবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, লক্ষ্মীপুরে পাঁচ উপ‌জেলায় এ পর্যন্ত ১৫৪১ জন‌কে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে কোয়া‌রেন্টাইন শেষ হ‌য়ে‌ছে ১২১১ জ‌নের। আর বর্তমা‌নে কোয়া‌রেন্টাইনে আছেন ৩৩০ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *