সংবাদ সম্মেলনে ঢাকার গোপিবাগ যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলন

ব্যবসা প্রতিষ্ঠান দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গোপীবাগ ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী লুক মিডিয়া নেটওয়ার্কের স্বত্তাধিকারী মোহাম্মদ হারুনের স্ত্রী ফারজানা জাহান জুঁই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নিয়ে ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীরা তার কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে নানা ভাবে হুমকি প্রদানসহ জোর পূর্বক ব্যবসা প্রতিষ্ঠান দখল করে এবং তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ফুয়াদ গং। পরে তাদের অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হয় পরিবারটি।

নিরাপত্তা চেয়ে একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েও কোন সহায়তা না পাওয়ায় সংবাদ সম্মেলনে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *