ফটিকছড়িতে প্রশাসন ও সেনাবহিনীর যৌথ অভিযান; জরিমানা আদায়

ফটিকছড়ি প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে ফটিকছড়িতে অভিযানে নেমেছে সেনাবাহিনীর টিম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সেনাবাহিনীর টিম যৌথ এই অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিনের নেতৃত্বে উপজেলার বিবিরহাট, নাজিরহাট, হারুয়ালছড়ি এলাকায় সেনাবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

এসময় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় তিনটি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

এসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ আমীর- উল- এহসান উপস্হিত ছিলেন বলে নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *