ভাটিয়ারীতে কর্মহীন একশ’ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর সিএনজি চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর অনুরোধে চট্টগ্রাম অটো রিক্সা,অটো টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভাটিয়ারী শহিদ মিনারস্থ কার্যলয়ে উক্ত শুকনো খাবার বিতরণ করা হয়।

লকডাউনের কারণে বন্ধ থাকা কর্মহীন হয়ে পড়া প্রায় একশত জন চালকের জন্য উক্ত খাদ্য সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন, চট্টগ্রাম অটো রিক্সা ও অটো টেম্পু ড্রাইভার্স সহকারী ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম, অর্থ সম্পাদক কায়সারুল আলম বাবলু, সংগঠনের ভাটিয়ারী শাখার সভাপতি নবিউল আলম, সহ-সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *