সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে আজ শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে ১৫০ পরিবারকে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা দূর্যোগকালীন সময়ে সীতাকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার কর্মহীন, গরীব পরিবারের মধ্যে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার সকালে প্রথম পর্বে ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া মহিউদ্দিনের বাড়িতে একশত পঞ্চাশ জনের মধ্যে উক্ত সামগ্রী বিতরন করা হয়।
পর্যায়ক্রমে উপজেলা অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দিন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, আদা কেজি তেল, ১ কেজি ডাউল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু,আটা ১ কেজি, ও ২ টি সবান।
ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম,ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, আঁখি ইণ্টারন্যাশনালের স্বর্থাধীকারী লায়ন আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, দি বাস্কেট এর ম্যানেজিং ডিরেক্টের আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসীম,আওয়ামীলীগ নেতা শামসুল আলম, ইউপি সদস্য নিজাম উদ্দিন প্রমূখ।
Leave a Reply