পটিয়ায় ১১ শ্রেণীর মানুষকে ত্রাণ দিবে প্রশাসন

পটিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক তালিকা তৈরি করা হচ্ছে। নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানগণের কাছে নাম জমা দিতে পারবেন।

নিম্নোক্ত ক্যাটাগরির এমন কারো বিষয়ে জানা থাকলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্যদের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা ইনবক্সে অথবা মোবাইল নাম্বারে কল দিয়ে জানান ( নাম, পিতা, ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, পেশা, মোবাইল নম্বর যদি থাকে), উপযুক্ত হলে এবং এর মধ্যে কোন খাদ্য সহায়তা না পেয়ে থাকলে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দেয়া হবে।

১) ভিক্ষুক (২) ভবঘুরে (৩) দিনমজুর
(৪) পাগল (৫) হকার (৬) গরীব রিক্সা বা ভ্যানগাড়ী চালক (৭) পরিবহন শ্রমিক (৮) রেস্টুরেন্ট শ্রমিক
(৯) ফেরিওয়ালা, গরীব চা-দোকানদার, বাদাম বা ঝালমুরি বিক্রেতা (১০) মুচি, কুলি, গরীব দর্জি, বা দিন আনে দিন খায় (১১) হিজড়া/ তৃতীয় লিঙ্গ এবং বেদে।

তবে যাদের নাম প্রস্তাব করা যাবে নাঃ-
১। যারা ১০ টাকা কেজির চাল পায়।
২। যারা ভিজিএফ/ভিজিডি পায়।
৩৷ যারা ব্যক্তিগত অন্য উৎস থেকে খাদ্য সহায়তা পেয়েছে।
৪। যাদের স্বচ্ছল পরিবার।
৫৷ যারা ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সহযোগিতা পেয়েছে ৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *