বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এম মোরশেদ খান ও এরশাদ উল্লাহকে জনগণের দুঃসময়ের বন্ধু আখ্যা দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহীন বলেন, ব্যক্তিগত জীবনে মোরশেদ খান একজন উদার দানশীল মানুষ। চট্টগ্রামবাসীর যেকোনো দুর্দিনে তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হউন। আলহাজ্ব এরশাদ উল্লাহও একজন সফল রাজনৈতিক ব্যক্তি হিসেবেই সর্বদা জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে দেশের এই দুর্দিনে তাদের এই অবদান মানুষ কখনো ভুলবে না।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এলাকায় সাধারণ জনগণের মাঝে এম মোরশেদ খান ও এরশাদ উল্লাহর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সি: সহসভাপতি মোজাম্মেল হক হাসান, আবদুল বাতেন, মোহাম্মদ আলী, যুগ্ন সম্পাদক এনামুল হক ইনু, মকবুল হোসেন খোকন, দপ্তর সম্পাদক জানে আলম, মো ওয়াসিম, মহানগর সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শফিউল আলম শফি, ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান বাবু, থানা বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply