দুবাইয়ে লকডাউন এলাকায় বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের স্বেচ্ছাসেবক টিম

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি :করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৩১ মার্চ থেকে আগামী দুই সপ্তাহের জন্য আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের নাইফ, আল রাস, গোল্ড সোক, আল দাগায়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১৪ জন।

লকডাউন ঘোষিত এলাকায় আমিরাত সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলা এক্সপ্রেস এর সহকারী সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের একটি টিম স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এসময় তারা লকডাউন এলাকার প্রবাসী বাংলাদেশিদের ঘরে থাকতে উৎসাহিত করার পাশাপাশি সমস্যার কথা শুনছে। অসুস্থ প্রবাসীদের সেবা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে। খাবারের সংকট হলে তালিকা করে দায়িত্বরত প্রশাসনকে জানাচ্ছে। যেসকল প্রবাসীদের ভিসা নেই বা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে ভয় না পেয়ে নিজেদের যেকোনো সমস্যার কথা জানাতে বলছে আমিরাত সরকার। এই মুহুর্তে আমিরাতের লক্ষ্য শুধু সচেতনতা সৃষ্টি করে এই সংকটময় অবস্থান থেকে মুক্তি পাইয়া। গত দুই দিন ধরে দুবাই সরকার দিন রাত জীবাণুনাশক স্প্রে, বিশেষ প্রয়োজনে খাবার সরবরাহ, করোনাভাইরাস এর পরিক্ষা করে যাচ্ছে।

এসময় আল মোসাল্লা, আল খালিজ ও বানিয়াস রোড বন্ধ রয়েছে। পাশাপাশি মেট্রো রেলের গ্রিন লাইন তথা আল রাস, পাম দেইরা ও বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন বন্ধ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *