নিউ শহীদ লেইনে যুবদলের জীবাণুনাশক স্প্রে

চট্টগ্রাম মহানগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডয়ের নিউ শহীদ লেইনের আশেপাশের এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে শুক্রবার (৩ এপ্রিল) জীবাণুনাশক ঔষধ ছিটানো কার্যক্রম পরিচালনা করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি এসময় স্থানীয় জনসাধারণের প্রতি সংক্রমণ রোধে সবাইকে নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

অন্যান্যের মধ্যে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সভাপতি মামুন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি হেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন রাব্বি, মিজানুর রহমান, জাহিদ হোসেন আরবিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *