সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকাল ৪ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদস্থ আমতল এলাকায় রেললাইন এর পূর্ব দিকে একটি খালের পাশে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার এস আই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আইনগত ভাবে যা যা করার আমরা তা করছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
Leave a Reply