করোনা : ফটিকছড়িতে জনগণকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন।

আজ ৩ এপ্রিল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সায়েদুল আরেফিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

অভিযানে বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় খেলাধুলা বন্ধ করা সহ ছিন্নমূল মানুষকে ত্রান দেয় উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনীর মেজর আমির উল এহসান ও সঙ্গীয় ফোর্স এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম জানান, শুক্রবার হতে বিকেল ৩টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নির্দিষ্ট দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বার বার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এ কারণে আজ থেকে আরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *