২৪ ঘণ্টা ডট নিউজ। হাসান ফেরদৌস, অতিথি প্রতিবেদক : কোভিড-১৯’র সংক্রামন থেকে বাঁচতে অনেকে পিপিই PPE গায়ে দিয়ে রাস্তায় বা বাইরে চলাফেরা করছেন। সঠিক ব্যবহার না জেনে PPE ব্যবহার ফ্যাশনে পরিনত হয়েছে।
কিন্তু এতে কতটুকু নিরাপদ? প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবার পর থেকে আমরা নতুন করে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) সঙ্গে পরিচিত হচ্ছি।
শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে এই পিপিইর পুরো সেট (গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি) পরতে হবে। ব্যবহারের পরপরই এটি বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে।
প্রতিটি সেট পিপিই একবার ব্যবহার করার জন্য।
একজন রোগীর কাছে যদি দুইবার যান, তবে সেক্ষেত্রে দুই সেট পিপিই ব্যবহার করতে হবে। পিপিই পরে এদিক-সেদিক ঘোরাফেরা করা যাবে না, তাহলে পিপিইর মাধ্যমেই ভাইরাসের বিস্তার ঘটবে নিশ্চিন্তে!
সাধারণভাবে ফুল পিপিই গায়ে জড়িয়ে অফিসে যাওয়া-আসা করা মেডিকেল পিপিইর উদ্দেশ্য নয়। একটি মাস্ক বা গ্লাভস দুইবার ব্যবহার করাও বারণ। সাধারণ গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো পিপিইও যথার্থ পিপিই নয়।
পিপিইর কোনো অংশ কখন পরতে হবে, তার জন্য প্রশিক্ষণও দরকার। না জেনে-বুঝে পিপিইর ব্যবহার বিপদ ডেকে আনে। শনাক্ত রোগী বা উপসর্গ আছে- এমন কেউ আশেপাশে না থাকলে হাত ধোয়া ও দূরত্ব বজায় রাখাই যথেষ্ট।
পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহারের সঠিক পদ্ধতি :
# পিপিই কখনোই হাসপাতালের বাইরে নেয়া যাবে না।
# পিপিই দিয়ে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে।
# একজন ডাক্তার ডিউটি করার সময় অন্যদের নজর রাখা উচিত যেন অসতর্কতায় কোনো লিকেজ তৈরি না হয়।
# দুইজন একত্রে পিপিই পরবেন। এক্ষেত্রে একজন অপরজনের উপর নজর রাখতে পারবেন।
# করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তারকে খুবই সতর্কভাবে সাধারণ রোগীর কাছে যেতে হবে নয়তো সংক্রমিত হওয়ার ভয় থাকে।
# পিপিই খোলার সময় খুব সাবধানে খুলে সেটি ঢাকনা দেয়া নির্দিষ্ট বিনে রাখুন।
# পিপিই খোলার সঙ্গে সঙ্গে গোসল করে নতুন কাপড় পরুন।
# চিকিৎসকরা জানিয়েছেন PPE গায়ে লাগিয়ে কিছু খাওয়াও নিরাপদ নয়। একবার পরার পর এগুলি ডিসপোজাল করতে হবে। আমাদের অধিকাংশ হাসপাতালে এসির ব্যবস্থা নেই। ফলে প্রচন্ড গরমে এই PPE কতক্ষণ গায়ে রাখা যাবে?
এখন দেখা যায়, এই পিপিই গায়ে দিয়ে অনেকে রাস্তায় বের হচ্ছেন, হাঁটছেন, অফিস করছেন, টেলিভিশনে লাইভ করছেন। তারা হয়ত ভাবছেন, কোভিড সংক্রামন মুক্ত থাকছেন, আসলে এতে আরো বিপদ বাড়তে পারে!
PPE শুধু চিকিৎসকের জন্য, যারা কোভিড-১৯ এ সংক্রামিতদের চিকিৎসা করছেন। স্বাস্থ্য দফতর এবং WHOর নির্দেশনা মেনে চললেই সংক্রামন এড়ানো সম্ভব। তাই PPE ব্যবহারে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন।
২৪ঘণ্টা/আর এস পি
Leave a Reply