সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির শরীরে মিললো ৩ হাজার ইয়াবা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তির শরীরে পাওয়া গেলো তিনহাজার পিস ইয়াবা ট্যাবলেট।

আজ রবিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১১ টার সময় উপজেলার শেখপাড়া এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, ঢাকামূখী এক মোটর সাইকেল আরোহী দ্রুতগতিতে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় মহাসড়কে অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো রিক্সার যাত্রী জসিম উদ্দিন (৪৩) সহ মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন মোটর সাইকেল আরোহী মোঃ আনু (৪৫) এর শরীরে বিশেষভাবে থাকা ১৫টি প্যাকেট উদ্ধার করেন ডাক্তাররা। প্যাকেটের মধ্যে পাওয়া যায় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ।

ডাক্তাররা বিষয়টি পুলিশকে জানালে কুমিরা হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। ইয়াবা পাচারকারী মোটর সাইকেল আরোহী আনুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আনুর বাড়ি ঢাকার নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকায়। আহত অপর ব্যক্তি জসিম পৌরসভার শেখপাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

এব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, পৌর সভার শেখপাড়া এলাকার মহাসড়কের প্রায় দুইশ গজ দুরে আমাদের টিম দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামূখী একটি মোটর সাইকেল আরোহী শেখপাড়া এলাকায় ইউটার্ন করার সময় একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হলে এতে আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা মোটর সাইকেল আরোহীর শরীর থেকে ১৫ টি প্যাকেট পায়, উক্ত প্যাকেটে প্রায় তিনহাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন,উদ্ধারকৃত ইয়াবার মুল্য নয় লক্ষ টাকা।আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *