চিকিৎসকদের ২৫০ পিপিই প্রদান করেছে মার্সি ইউনিভার্স ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::করোনা ভাইরাস রোধে চট্টগ্রামে চিকিৎসকদের জন্য ৭০ টি ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) দিয়েছে মার্সি ইউনিভার্স ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম এবং দঃ চট্টগ্রামের চিকিৎসকদের মাঝে প্রায় ২৫০ টি (পিপিই) হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করেন।

এর মধ্যে গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ৭০ টির মতো পি.পি.ই প্রদান করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামসহ দঃ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করেন সংগঠন দুইটি।

আগামীতে আরও ৫ হাজার পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন মার্সি ইউনিভার্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট আবরার নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট সাগুফতা পারভীন, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জোবাইর আলম, মোঃ ইউনুস, মোঃ আবু মুসা সহ সংগঠনের সদস্যবৃন্দ।

পিপিই বিতরণ প্রসঙ্গে তারা বলেন, এই দর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাড়াঁনো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া মহামারী করোনা ভাইরাসে বড় ভুমিকা পালন করছে হাসপাতালের চিকিৎসকরা। তাদেরও নিরাপত্তার দরকার। বিষয়টি মাথায় রেখে আমরা তাদের জন্য সুরক্ষামূলক পিপিই দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *