পটুয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ঝড়ো বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে সদর উপজেলার
খলিশাখালী গ্রামে রাস্তায় রিকশা চালক জাহাঙ্গীর তালুকদার, গলাচিপার বকুলবাড়িয়া গ্রামে বাড়ি ফেরার পথে মাদ্রাসা ছাত্র জোবায়ের, চর অগস্তি গ্রামে বাড়ির উঠানে খেলার সময় শিশু আনছার ও মির্জাগঞ্জের বাজিতা গ্রামে মাঠে গরু আনতে গিয়ে কৃষক হাবিব হাওলাদারের মৃত্যু হয়। এসময় সাথে থাকা তার পুত্র তারেক দগ্ধ হয়।
এদিকে দুপুরে সদর উপজেলার লাউকাঠি গ্রামের ঢেউখালী গ্রামে কাল বৈশাখী ঝড়ে অন্তত ২০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পরিবার এখন খোলা আকাশে নিচে। তাদের জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply